
পাকিস্তানে গুলিতে নিহত জম্মু-কাশ্মীরে হামলার ‘মাস্টারমাইন্ড’ আবু কাতাল
ভারতের ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত হাফিজ সাঈদের ভাগ্নে এবং দেশটিতে বেশ কয়েকটি ‘সন্ত্রাসী’ হামলার এজেন্ট হিসেবে অভিযুক্ত ফয়সাল নাদিম ওরফে আবু কাতাল পাকিস্তানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।