
ইরানের তাবরিজ ও শিরাজ শহরে নতুন করে ইসরাইলের হামলা
ইরানের ৮টি শহরে শুক্রবার ভোরে একযোগে হামলার পর দুপুরে নতুন আরেক দফা হামলা চালিয়েছে ইরান। নতুন হামলায় লক্ষ্যবস্তু করা হয় ইরানের শিরাজ ও তাবরিজ শহর। পাশাপাশি নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায়ও নতুন করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।