
ওআইসির সদস্যপদ ফিরে পেল সিরিয়া
এক দশকেরও বেশি সময় পর ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া।ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।
After more than a decade, Syria has regained its membership in the Organization of Islamic Cooperation (OIC). The decision was approved at the 20th emergency session of the OIC Council of Foreign Ministers. OIC Secretary-General Hussein Ibrahim Taha welcomed Syria’s reinstatement, calling it a “historic” moment that will support the Syrian people during this critical period in their history. Syria’s membership was suspended in 2012 due to the Assad regime’s brutal crackdown on protesters, mass killings, and human rights violations.
এক দশকেরও বেশি সময় পর ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র সদস্যপদ ফিরে পেয়েছে সিরিয়া।ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পরিষদের (সিএফএম) ২০তম জরুরি অধিবেশনে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।
The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.