
দয়া করে যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না: ট্রাম্প
সোমবার রাতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। একইসঙ্গে দুপক্ষকে যুদ্ধবিরতি মানার কথা বলেন তিনি। তবে ট্রাম্পের এ ঘোষণা দেওয়া ঘণ্টাখানেক আগে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে দখলদার ইসরাইলের চার নাগরিক নিহত হয়েছেন।