
ফের লোগো বিতর্ক, আইসিসির কাণ্ডে নাখোশ পাকিস্তান
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কত না জলঘোলা হলো। পাকিস্তানে খেলতে চায়নি ভারত। হাইব্রিড মডেলে সমাধান হলো। এরপর জার্সিতে ‘পাকিস্তান’ শব্দটি রাখতে চাইল না রোহিত শর্মারা। আইসিসির মধ্যস্ততায় সেটিও ঠিক হলো। তবে বিতর্ক থামছে না। এবার খোদ আইসিসি এমন কাণ্ড ঘটিয়ে বসেছে, যা নিয়ে চরম অসন্তুষ্ট পাকিস্তান।