৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে এনসিপি: সারজিস আলম
রংপুর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ পড়ে নির্বাচনি প্রচারণায় মাঠে নামলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, বিগত একযুগ ধরে গণমুখী মানুষের রাজনীতি ছিল না। তাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের কাছে ফিরে যেতে চাই। সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই। আজ থেকে সেই সাংগঠনিক সফর শুরু হয়েছে। এ সফরের মধ্যদিয়ে মাঠে-ঘাটে অলিগলিতে মানুষের কাছে যেতে চাই। আমাদের প্রত্যাশা তুলে ধরতে চাই।