দুই দিনের সংঘর্ষে এএসপিসহ অর্ধশত আহতের পর ১৪৪ ধারা জারি
মাদারীপুরের রাজৈরে পূর্ব বিরোধের জেরে ফের সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। রোববার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। উপজেলা সদরের বেপারীপাড়া ব্রিজের মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামবাসীর মধ্যে হওয়া এ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ (এএসপি) উভয়পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে দোকানপাট এবং পুলিশের গাড়ি। এমনকি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে।