
পাকিস্তানি পণ্যবাহী জাহাজ মোংলায়, খালাস হবে দুদিনেই
ভারত ৫০ শতাংশ রফতানি শুল্ক বৃদ্ধি করার পর পাকিস্তান থেকে মোংলা বন্দরে প্রথম বারের মতো আমদানি করা হলো চিটাগুড় (মোলাসিস মিঠাই)। প্রায় ২০ বছর পর বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মোংলা বন্দরে প্রবেশ করে পাকিস্তানি পণ্য নিয়ে পানামা পতাকাবাহী ‘এমটি ডলভফিন-১৯’ নামের বাণিজ্যিক জাহাজ।