
সিনেমাকেও হার মানাল শুভ দাসের সাজানো নাটক ভাড়াটে লোক দিয়ে নিজ দোকানে ডাকাতি
মানিকগঞ্জ শহরের স্বর্ণাকার পট্টিতে নিজের দোকানেই লুটের নাটক সাজিয়ে শেষমেশ নিজেই ফেঁসে গেলেন দোকান মালিক শুভ দাস (৩৫)। ৫ লাখ টাকা চুক্তিতে ভাড়া করা হয় তিন দুর্বৃত্তকে। শুভ দাসের এমন গল্প যেন সিনেমাকেও হার মানিয়েছে।