ঘোড়াউত্রা নদীতে পর্যটকের সলিল সমাধি, মেলেনি নৌযানও
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় নৌকাডুবির ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। হাওড় পর্যটনের ঘোড়াউত্রা নদীতে সলিল সমাধি হয়েছে পর্যটক সজিব কুমার দের (৪০)। নিখোঁজ রয়েছে গভীর পানিতে নিমজ্জিত নৌযানটিও।