সুদানে শরণার্থী শিবিরে আরএসএফের হামলা, নিহত শতাধিক
সুদানের দারফুর অঞ্চলের দুর্ভিক্ষকবলিত শরণার্থী শিবিরে টানা দুই দিন হামলা চালিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এতে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মধ্যে ২০ জন শিশু ও ৯ জন ত্রাণকর্মী বলে জানিয়েছে জাতিসংঘ।