
সংস্কার-জুলাই শহীদদের বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না: মাসুদ সাঈদী
শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, একটি দল পায়ে পা দিয়ে ঝগড়া লাগাতে চায়। তারা জামায়াতে ইসলামীকে উসকিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। আমরা কোনো উসকানির ফাঁদে পা দেব না। তবে আমরা শুধু নির্বাচন চাই না। আগে সংস্কার, জুলাই শহীদের বিচার, যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের পিতাদের শহীদ করেছে ওই সব বিচারকদের বিচার হতে হবে, তারপরে নির্বাচন। এর আগে বাংলার জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।