Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

NCP Senior Joint Convenor Samantha Sharmin emphasized the need for local elections before national polls, calling it a practical field test. She warned that rushing into a national election without first testing proposed electoral reforms through local elections would be unacceptable. She also stressed the importance of judiciary reforms, governance restructuring, and a Constituent Assembly election before the national polls.

Card image

News Source

Jugantor 05 Mar 25

স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কোনোভাবেই মেনে নেব না

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, এই মুহূর্তে স্থানীয় নির্বাচনের মাধ্যমে একটা প্র্যাকটিক্যাল ফিল্ড টেস্ট করা সম্ভব। সেটার সুযোগ কেন হাতছাড়া করব? যে বিষয়গুলো পুনর্গঠন হবে সেগুলো ইমপ্লিমেন্ট করে দেখতে পারি। কিন্তু যদি স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফিল্ড টেস্ট না করেই তড়িঘড়ি করে হঠকারিতার মতো জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হয় সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা মনে করি হঠকারিতার নির্বাচন হবে গণঅভ্যুত্থানের সঙ্গে পুরোপুরি অসামাঞ্জস্যপূর্ণ ও এক ধরনের প্রতারণা।


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.