
রাজশাহীতে ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে দুটি গাড়ি ও অর্থ আত্মসাত
রাজশাহীর ব্যবসায়ী হোসেন আলী যখন কারাগারে ছিলেন, তখন তার ব্যাংক হিসাব থেকে শুধু টাকাই তুলে নেওয়া হয়নি; দুটি প্রাইভেটকারও দখলে নেওয়া হয়েছে। এছাড়া কারাগারে থাকা অবস্থায় একের পর এক মামলায় নাম দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি বাড়িরও ‘পাওয়ার অব অ্যাটর্নি’ নেওয়া হয়েছে। গাড়ি দুটি বর্তমানে ছাত্রদল ও যুবদলের দুই নেতা ব্যবহার করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী হোসেন আলী।