Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

Bangladesh’s International Crimes Tribunal-1 has sentenced former Prime Minister Sheikh Hasina to death on one count and life imprisonment on another for crimes against humanity committed during the July uprising. The verdict, delivered by a three-member panel led by Justice Md Golam Mortuza Majumdar, marks the first time in Bangladesh’s history that a head of government has been convicted of genocide. The 453-page judgment was read over two hours and broadcast live nationwide. Hasina and former minister Asaduzzaman Khan are reportedly in India, while co-accused Chowdhury Abdullah Al Mamun turned state witness. Security forces, including police, army, and Border Guard Bangladesh, have been deployed across key areas to prevent unrest. The prosecution’s 8,747-page case alleged that Hasina directly ordered violent crackdowns on protesters in mid-2024, resulting in over 1,500 deaths and 25,000 injuries. The ruling has heightened political tension, with opposition groups and law enforcement on high alert.

Card image

News Source

1NOJOR 22 Nov 25

শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলল পাকিস্তান, দিল্লির নীরবতা অব্যাহত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান। শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম।

Jugantor 18 Nov 25

হাসিনার রায়ের পর কোথাও নেই আওয়ামী লীগ

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এই রায় ঘোষণা শেষের পর সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনো উপস্থিতি দেখা যায়নি। রায়কে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার হুমকি দিলেও কার্যত ঢাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উপস্থিতি শূন্য।

Jugantor 18 Nov 25

জাবিতে মিষ্টি উৎসবের পর খুনি হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর মিষ্টি উৎসব এবং খুনি হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

Jugantor 18 Nov 25

হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে- কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে আদালতের দণ্ডাদেশ প্রমাণ করেছে যে ক্ষমতার অবস্থান যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সোমবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন।

Jugantor 18 Nov 25

‘হাসিনাকে নিয়ে আব্বার ভবিষ্যদ্বাণীর প্রতি মানুষের বিশ্বাস ছিল’

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার রায় ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তিনি বলেছিলেন, এ ট্রাইব্যুনালে একদিন হাসিনার ফাঁসি হবে। ভিডিও প্রসঙ্গে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, ওই কোর্ট রুমে বসে আমার বাবা বলেছিল। কিন্তু এই জিনিসটা বাংলাদেশের প্রত্যেক ব্যক্তির মনের মধ্যে ছিল।

Jugantor 18 Nov 25

এ রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরশাসনের কবর: বিএনপি

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবাতাবিরোধী অপরাধের মামলায় যে রায় হয়েছে, তাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করে বিএনপি। সোমবার রায় ঘোষণার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেন, আমরা বিশ্বাস করি এই রায় শুধু শেখ হাসিনার অপরাধের বিচার নয়, বরং এ দেশের মাটিতে সব ধরনের স্বৈরশাসনের কবর রচনা করবে।

Jugantor 18 Nov 25

হাসিনার রায়ের পর তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি

ট্রাইবুনালের এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Jugantor 18 Nov 25

হাসিনার মৃত্যুদণ্ডের রায়: সারা দেশের জুলাই শহীদ পরিবারের সদস্যরা যা বলছেন

জুলাই গণ-অভ্যুত্থানে হত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্ট হয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। তারা রায়ে সন্তুষ্ট হলেও রায় কার্যকর নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এই সরকারের আমলেই তারা রায় কার্যকর দেখতে চান। এজন্য ভারত থেকে শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত ফাঁসি কার্যকর চান তারা।

Jugantor 18 Nov 25

বললেন আইন উপদেষ্টাঃ ভারত এখনো হাসিনাকে আশ্রয় দিলে তা হবে ‘শত্রুভাবাপন্ন কাজ’

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারত যদি এখনো শেখ হাসিনাকে আশ্রয় দেয়, সেটা হবে বাংলাদেশের প্রতি শত্রুভাবাপন্ন কাজ। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

Jugantor 18 Nov 25

কোথাও কোনো মিষ্টি নেই: আসিফ মাহমুদ

জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সোমবার পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই রাজধানীসহ দেশজুড়ে মিষ্টি বিতরণের খবর পাওয়া যাচ্ছে। ঠিক এমন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ফেসবুকে পোস্ট করেছেন— ‘কোথাও কোনো মিষ্টি নেই।’

Jugantor 18 Nov 25

হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে এনসিপির মিষ্টি বিতরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহীতে মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের নেতাকর্মীরা মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

Jugantor 18 Nov 25

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সিলেটে আনন্দ মিছিল

ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার খবরে সিলেটে আনন্দ মিছিল করেছেন ছাত্র-জনতা।

Jugantor 18 Nov 25

খুনি হাসিনার রায় দ্রুত কার্যকরের দাবিতে মিছিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের রায় অনতিবিলম্বে দ্রুত কার্যকর করার দাবিতে টাঙ্গাইলে মিছিল করেছেন ছাত্র-জনতা। সোমবার রাতে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে মিছিল বের হয়। মিছিলটি শহর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

Jugantor 18 Nov 25

হাসিনার ফাঁসির রায়ে বরিশালে ছাত্রদলের মিষ্টি বিতরণ, আনন্দ র‌্যালি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার খবরে বরিশালে আনন্দ র‌্যালি এবং মিষ্টি বিতরণ করা হয়েছে। রায় ঘোষণা সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নগরীতে মোটরসাইকেল র‌্যালি বের করে মহানগর ছাত্রদল। উৎসবমুখর আয়োজনে নগর প্রদক্ষিণ করে র‌্যালিটি।

Jugantor 18 Nov 25

শেখ হাসিনার মৃত্যদণ্ডে খুশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত তিন পরিবার

গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যদণ্ড রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাটোরের সিংড়া উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে নিহত তিন শহীদ সোহেল রানা, রমজান আলী ও রিদয় হোসেনের পরিবার।


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.