একবার ফেল করলে জীবনে পরীক্ষার হলেই যাব না: চরমোনাই পির
চরমোনাই পির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, নির্বাচনের প্রসঙ্গ এনে ফয়জুল করীম বলেন, জীবনে অনেকবার অনেক দলকে পরীক্ষা করেছেন। আসুন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাব না।