
‘ষড়যন্ত্রকারীদের বলে দিন, আপা আর আসবে না, কাকা আর হাসবে না’
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু বলেছেন, জুলাই ঐক্য ভাঙার ষড়যন্ত্র চলছে। আপনাদের (জুলাইযোদ্ধা) ঐক্য বিনষ্ট করা হচ্ছে, অথচ আপনারা তা খেয়াল করছেন না। ষড়যন্ত্রকারীদের বলে দিন, ‘আপা আর আসবে না, কাকা আর হাসবে না।’