-688ba3ac83900.jpg)
নির্বাচন কমিশন গাজীপুরবাসীকে বৈষম্য থেকে মুক্ত করেছে: মাজহারুল আলম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, ফ্যাসিস্ট কুশীলবদের কারণে সংসদীয় সীমানা নিয়ে গাজীপুরবাসী বিপাকে ছিল। একটা আসনে ভোটার সংখ্যা ছিল প্রায় ৮ লাখ; যা দেশের যে কোনো আসনের তুলনায় সবচেয়ে বেশি বৈষম্যমূলক। বাসন থানা এবং বাড়িয়া ইউনিয়নের জনগণকে চরমভাবে বঞ্চিত করে রাখা হয়েছিল।