
কুরস্ক পুরোপুরি পুনর্দখলের দাবি রাশিয়ার, ‘লড়াই’ চলছে বলছে ইউক্রেন
যুদ্ধবিধ্বস্ত কুরস্ক অঞ্চল সম্পূর্ণরূপে পুনর্দখলের করর কথা জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনীর আকস্মিক পালটা আক্রমণে আট মাস পর, এই দাবি করল ক্রেমলিন। তবে মস্কোর এই দাবি ইউক্রেনীয় কর্মকর্তারা প্রত্যাখ্যান করেছেন।