
রাইদা পরিবহণ বন্ধে ৭ দিনের আলটিমেটাম
রাজধানীর উত্তরায় বাসচাপায় গৃহকর্মী গেনেদা খাতুনের (৫৪) মৃত্যুর ঘটনায় আগামী সাতদিনের মধ্যে ঢাকার সব রুটে রাইদা পরিবহণ বন্ধের আলটিমেটাম দেওয়া হয়েছে। একইসঙ্গে গৃহকর্মীকে রাস্তায় পিষে মারায় জড়িত বাস চালক, হেলপার ও রাইদা বাস মালিকের ফাঁসির দাবি দাবি জানানো হয়েছে।