একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যারা রাজনীতি করেন তাদের সবার দায়িত্ব রয়েছে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলের দায় রয়েছে। আমরা সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। যেমনটা দেশের মানুষ আকাঙ্ক্ষা করছে। যেকোনো মূল্যের দেশের জনগণের প্রত্যাশা পূরণে অভীষ্ট লক্ষ্যে আমাদেরকে পৌঁছাতে হবে।