
দায়িত্ব গ্রহণের সঙ্গে সংস্কারের রূপরেখা হলে সমস্যা এড়ানো যেত: ড. ইফতেখারুজ্জামান
ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট এক বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রের হাল ধরেন ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের সামনে তখন অনেক চ্যালেঞ্জ। বিগত সরকারের দুর্নীতি-লুটপাটে জড়িত ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি উঠে আসে অগ্রভাবে। পরে এর সঙ্গে যুক্ত হয় রাষ্ট্র মেরামতের বৃহত্তর ইস্যু। এর অংশ হিসাবে অন্তর্বর্তী সরকার অনেক সংস্কার কমিশন গঠন করে। দেখতে দেখতে তাদের ৬ মাস অতিবাহিত হয়ে গেল। প্রত্যাশা ও প্রাপ্তির জায়গায় এ সময়ে দেশের অগণন মানুষ কী পেল-এমন প্রশ্ন ছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামানের কাছে।