মাদুরোর পর আগ্রাসী ট্রাম্পের মুখোমুখি মোদি | আমার দেশ
মেনাকা দোশি ও আদভাইত পালেপু প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১০: ০৬আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১০: ১৭ মেনাকা দোশি ও আদভাইত পালেপু নতুন বছরের শুরুতেই বিশ্বটা যেন দ্রুত বদলাতে শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনিতেই বেশ কঠিন পরিস্থিতিতে আছেন।