Web Analytics
Bangla
Loading date...
RECENT THREADS SOCIAL PAGE LOGIN

Bangladesh Civil Aviation Authority (CAAB) is reportedly considering appointing an individual who is the prime accused in a corruption case. The move has sparked controversy, with many questioning the rationale behind hiring someone with pending legal charges. Critics have urged authorities to reconsider the decision in the interest of transparency and accountability.

Card image

News Source

Jugantor 17 Mar 25

দুর্নীতি মামলার প্রধান আসামিকে চুক্তিতে নিয়োগ দিতে চায় বেবিচক

নয়শ কোটি টাকার চার দুর্নীতির মামলার অন্যতম প্রধান আসামি বেবিচকের প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে মতামত চেয়ে দুদকে চিঠি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পাশাপাশি প্রধান প্রকৌশলী পদে আরও ৩ কর্মকর্তার জন্যও দুদকের কাছে মতামত চাওয়া হয়েছে। বাকী ৩ কর্মকর্তা হলেন সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল আফরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাকারিয়া হোসেন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী শুভাশীষ বড়ুয়া। সম্প্রতি বেবিচকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠির পাশাপাশি বেবিচক বোর্ড সভার একটি কার্যবিবরণীও সংযুক্ত করে দেওয়া হয়েছে।


The ‘1 Nojor’ media platform is now live in beta, inviting users to explore and provide feedback as we continue to refine the experience.