
আগামী মাসে দেশে ফিরছেন খালেদা জিয়া
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আগামী মাসে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শার্মিলা রহমানও দেশে ফিরতে পারেন। দেশে ফেরার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আশা করা হচ্ছে মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরবেন সাবেক এই প্রধানমন্ত্রী।