
বাংলাদেশ কারও তালুক নয়: মির্জা আব্বাস
কারও নাম উল্লেখ না করে কতিপয় রাজনৈতিক দলকে নির্বাচন নিয়ে হিসাব করে কথা বলার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাদের উদ্দেশে তিনি বলেছেন, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি গণতনে্ত্রর জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে যখন ভোটের সময়ে আসছে এখন বলেন, এটা না করলে ভোট হবে না, ওটা না করলে ভোট হবে না।