-689f6c72d020c.jpg)
অ্যাম্বুলেন্স আটকে রাখে চালক সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু
চাঁদা না দেওয়ার কারণে শরীয়তপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখায় ভেতরে একটি অসুস্থ নবজাতকের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সচালক সিন্ডিকেটের কবলে পড়ে দীর্ঘসময় আটকে থাকার কারণেই এ হৃদয়বিদারক ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।