
সীমান্তবর্তী উত্তর গাজা ফাঁকা করছে ইসরাইল
দিন যত যাচ্ছে ইসরাইলের আগ্রাসনের মাত্রায় বাড়ছে আরও তীব্রতা। যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষে পুনরায় যুদ্ধ শুরুর পর ইসরাইলের টার্গেট এবার উত্তর গাজা। অবরুদ্ধ গাজার সীমান্তবর্তী এলাকাগুলোকে ফাঁকা করছে তারা। প্রায় এক লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বসতভিটা ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে। এ ছাড়াও জাবালিয়া এলাকাটি দ্রুত খালি না করলে হামলা করা হবে বলেও ‘চূড়ান্ত হুঁশিয়ারি’ দিয়েছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।