
বেনাপোলে একুশের মিলনমেলা হয়নি
মাতৃভাষা দিবসে এবার বসল না দুই বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলনমেলা। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রতিবারই যশোরের বেনাপোল চেকপোস্ট নোম্যান্স ল্যান্ডে বসত এ মিলনমেলা। ফুলের মালা দিয়ে উভয় দেশের আবেগপ্রবণ অনেক মানুষ ভাষার টানে একজন অপরজনকে জড়িয়ে ধরতেন।