রৌমারীতে সার সংকটে দিশেহারা কৃষক
কুড়িগ্রামের রৌমারীতে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের সংকট তীব্র আকার ধারণ করেছে। এ নিয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ডিলার ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন কৃষকরা। এছাড়া বিভিন্ন স্থানে হাতাহাতিসহ তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। অপরদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ১১টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী বাজার ও বড়াইকান্দি বাজারে।