
ডাকসুর নির্বাচন প্রচারণায় যেসব আচরণবিধি মানতে হবে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। আগামী ৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এ প্রচার, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। সোমবার (২৫ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।