
একই মঞ্চে ওসি, আ.লীগ ও বিএনপি নেতারা
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ফুটবল প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে দেখা গেছে ওসি, আওয়ামী লীগ নেতা ও বিএনপি নেতা কর্মীদের। এ নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। মঞ্চে বসে থাকতে দেখা গেছে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রাব্বুল হোসেনকে। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।