-68082459702c5-68a33451edfa1.jpg)
‘নোট অব ডিসেন্ট’ নিয়ে যত জটিলতা, পুনর্বিবেচনা করবে বিএনপি
বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে। এতে নানা অসংগতিসহ অপূর্ণতা খুঁজে পেয়েছে বেশ কয়েকটি দল। শব্দ ও বাক্যচয়নেও আপত্তি রয়েছে। নেতারা বলছেন, বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, তা কীভাবে সংবিধানে কার্যকর হবে উল্লেখ করা হয়নি খসড়ায়।এটি বড় জটিলতা তৈরি করেছে।