নির্বাচনে আ.লীগ নেতাদের অযোগ্য ঘোষণার দাবি
জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আয়োজন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের পদধারীদের ভোটে অযোগ্য করাসহ চার দফা দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। বাকি দুটি দাবি হচ্ছে, আগামী দুই মাসের মধ্যে সংসদীয় সীমানা চূড়ান্ত এবং নির্বাচনি ব্যয় বাড়িয়ে ৪০ লাখ টাকার বিধানযুক্ত করে আরপিও সংশোধন করা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তারা এসব দাবি জানান।