
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার ঘোষণা হাসনাতের
জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে রাজনৈতিক দলগুলো। সেখানে জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যসহ কয়েক হাজার মানুষসহ আমজনতার উপস্থিতি আছে। প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কেউ শাহবাগ ছাড়বে না-শুক্রবার সন্ধ্যায় এমন ঘোষণা দেয় আন্দোলনকারী সব পক্ষ।