
ফের ছাঁটাই করবে মাইক্রোসফট, চাকরি হারাচ্ছেন ৯ হাজার কর্মী!
একসময় কর্মসংস্থানের এক অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছিল তথ্য-প্রযুক্তি খাত। যেখানে প্রযুক্তির জয়যাত্রা নতুন দিগন্ত উন্মোচন করার কথা ছিল, সেখানে কর্মী ছাঁটাইয়ের অভিশাপ পিছু ছাড়ছে না। কোভিড-১৯ মহামারীর পর থেকে বিশ্বের বহু বিখ্যাত প্রযুক্তি সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছে। এই তালিকায় অন্যতম প্রধান নাম মাইক্রোসফট, যারা আকস্মিকভাবে বিপুল সংখ্যক কর্মীকে ছাঁটাই করে চলেছেন। এর আগে চলতি বছরে ৬ হাজার কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি। এবারে আরও কয়েক হাজার কর্মী চাকরি হারাতে যাচ্ছেন।