
বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাব। গত দেড় দশক ধরে দেশে ইসলামিক পড়াশোনার ওপর নজরদারি করে রাখা হয়েছিল। মাদ্রাসাগুলোকে দ্বিতীয় গ্রেডের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাখা হয়েছে। আলেম-ওলামাদেরকে সব সময় বঞ্চিত করে রাখা হয়েছে। তারা বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেলে যেতে হয়েছে। আমরা এ থেকে মুক্ত হয়েছি। আলেম-ওলামারা বাকস্বাধীনতা পেয়েছেন। তারা এখন স্বাধীন ভাবে কথা বলতে পারে।