-67b6f31bccf5b.jpg)
চার জিম্মির লাশ হস্তান্তর করল হামাস
বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে এবার চার ইসারইলি জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস। বৃহস্পতিবার লাশ হস্তান্তরের জন্য দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের পূর্বে একটি মঞ্চ তৈরি করা হয়। সেই মঞ্চ থেকেই কফিনে বন্দি চারটি মৃতদেহ রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয়।