মাত্র ২৭ শতাংশ নাগরিক রাজনৈতিক মত প্রকাশে স্বাধীনতা অনুভব করেন
দেশের রাজনৈতিক ব্যবস্থায় নাগরিকদের মত প্রকাশের সুযোগ সীমিত—এমন মত পোষণ করেন দেশের অধিকাংশ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, কেবল ২৭.২৪ শতাংশ নাগরিক মনে করেন, তারা সরকারের কর্মকাণ্ড নিয়ে নিজেদের মত প্রকাশ করতে পারেন।