পানি শিঙাড়া শীতের সেরা ফল যে কারণে
দক্ষিণ এশিয়ায় শীত ফিরতেই বাজার ভরে ওঠে টাটকা, মচমচে পানি শিঙাড়ায়। অনেকেই এই মৌসুমি ফলকে সাধারণ নাশতা হিসেবে উপভোগ করেন, কিন্তু খুব কম মানুষই জানেন—এই শীতের ফলটি কতটা পুষ্টিগুণে ভরপুর এবং ওষুধিগুণ সম্পন্ন। খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট এবং দারুণ হাইড্রেটিং