মাকে লেখা আনাসের হৃদয়স্পর্শী চিঠি ট্র্যাইব্যুনালে পড়ে শোনালেন চিফ প্রসিকিউটর
ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুলে পুলিশের গুলিতে শহিদ হন দশম শ্রেণির ছাত্র আনাস। রোববার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালে ‘আনাসের মাকে লেখা তার হৃদয়স্পর্শী চিঠিটি’ পড়ে শুনিয়েছেন।