
রমজানে হোটেল বন্ধ ও বাজার নিয়ন্ত্রণের আহ্বান হেফাজতের
কুরআন নাজিলের মাসে সব অপকর্ম বন্ধ রাখার আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘সুদ, ঘুস, জিনা ও ব্যভিচার প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি অশ্লীলতা, বেহায়াপনা ও পর্নোগ্রাফি বন্ধের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।