
শুধু স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে কোনো সমাধান আসবে না: রাজনীতিবিদরা
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি ঘটে। চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, হত্যা, ধর্ষণ, মব জাস্টিসসহ বিভিন্ন অপরাধের মাত্রা ক্রমশ বেড়েছে। যদিও এসব ঘটনার সঙ্গে জড়িতদের অনেককেই আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারপরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশা অনুযায়ী নিয়ন্ত্রণ নিতে সরকার অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মনে করছে সাধারণ মানুষ। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।