
ইংলিসের ব্যাটে ইংল্যান্ডকে রেকর্ড গড়ে হারাল অস্ট্রেলিয়া
মাথার ওপর ছিল রেকর্ড রান তাড়ার চাপ। তার ওপর ১৩৬ রানে নেই হয়ে গিয়েছিল ৪ উইকেট। সেখান থেকে ৩৫২ রান তাড়া করতে হলে কেউ একজনকে অতিমানব হিসেবে আবির্ভূত হতে হতো। সেটা জশ ইংলিসই হলেন। তার অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের গড়া রানের এভারেস্ট ১৫ বল আর ৫ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলেছে অস্ট্রেলিয়া।