ইশরাককে মেয়র না করলে ঢাকা ব্লকডের হুঁশিয়ারি
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবি ক্রমেই বাড়ছে। বুধবার ঢাকা সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবী উল্লাহ নবীর তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী এসএম রেজা সেলিম ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের নেতৃত্বে নগরভবন ঘেরাও কর্মসূচি হয়েছে। এছাড়া ডেমরা থানা বিএনপির নেতাকর্মী এবং নগরবাসী আরও কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। এ বিষয়ে শুক্রবার ডেমরা থানা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা করে থানা বিএনপি ও সংশ্লিষ্ট ওয়ার্ডবাসী। দাবি পূরণ না হলে সভায় ঢাকা ব্লকডের হুঁশিয়ারি দেওয়া হয়।