
যেই ফিলিস্তিনি নারীর নামে রাখা হয়েছে গ্রেটাদের জাহাজের নাম
গ্রেটাদের জাহাজের নাম যেই নারীর নামে রাখা হয়েছে, এই হলেন তিনি। তার নাম মাদলিন কুল্লাব (مادلين كُلّاب)। একত্রিশ বছরের ফিলিস্তিনি নারী, চার সন্তানের মা, আর পঞ্চম সন্তানের আগমনের অপেক্ষায়। মাদলিন হলেন গাজার প্রথম নারী মৎস্যজীবী।