-68183b2120b8c.jpg)
শাপলা চত্বর হত্যাকাণ্ডের নেপথ্যে যত মাস্টারমাইন্ড
দিনটি সামনে এলেই মানুষের বুকে কাঁপন ধরে। বিশেষ করে দেশের আপামর আলেম সমাজের হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ। সাদা মনের ওই মানুষগুলো সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার চাল বুঝতে না পেরে অকাতরে জীবন দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী আর দলীয় ক্যাডারদের দিয়ে আলেমদের দমাতে গিয়ে রাজপথ রক্তে রঞ্জিত করা হয়। সেই রক্তের ঋণ এখনো শোধ হয়নি। ২০১৩ সালের ৫ ও ৬ মের কথা।