
মিয়ানমারে ভূমিকম্পে ১৭০ স্বজন-প্রিয়জনকে হারিয়ে শোকস্তব্ধ এক ইমাম
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের নিচে এখনও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। এতে মায়োমা মসজিদের সাবেক ইমাম সোয়ে নাই ১৭০ স্বজন-প্রিয়জনকে হারিয়ে বলে জানিয়েছে বিবিসি।