
৪ মাস পরও মেরামত হয়নি বন্যায় বিধ্বস্ত সড়ক
পাহাড়ি ঢল ও বন্যায় বিধ্বস্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকায় নন্নী-বারোমারী দুই লেনের সড়কটি চার মাস পেরিয়ে গেলেও এখনো মেরামত হয়নি। ফলে দুর্ভোগে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারীরা। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় বিকল্প পথে চলাচল করছে ছোট, মাঝারি ও ভারিসহ বিভিন্ন ধরণের যানবাহন। এর জেরে সড়ক ব্যবহারকারীদের গুনতে হচ্ছে অনেক বেশি ভাড়া।