
রাতে ২৫ মিনিটের মধ্যে পাকিস্তানের ৯ স্থানে হামলা হয়েছে: ভারতের ব্রিফিং
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বুধবার আনুষ্ঠানিকভাবে বলেছেন, ‘অপারেশন সিঁদুর’–এর মাধ্যমে ভারত প্রত্যাঘাতের অধিকার প্রয়োগ করেছে। ব্রিফিংয়ে তিনি বলেন, পহেলগাঁও হত্যাকাণ্ডের পর সীমান্তপার থেকে আরও সম্ভাব্য হামলা ঠেকানোর পাশাপাশি সন্ত্রাসবাদী কাঠামো ধ্বংস করাই ছিল এ হামলার উদ্দেশ্য।